প্রেমিকার বয়স ৭৬ আর প্রেমিকের বয়স ১৯ অত:পর যা হলো!
কথায় আছে, ভালোবাসা অন্ধ। ধর্ম-বর্ণ-লিঙ্গ-কোনো কিছুই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেখানে মাইন্ড ম্যাচিং গুরুত্বপূর্ণ। আর অসম বয়সের প্রেমতো আজও ডালভাত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে এমন অজস্র প্রেমের গল্প।
শচীন-অঞ্জলি, অভিষেক-ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা-নিকের মতো দম্পতিরা ইতিমধ্যেই প্রেমে বয়সের নিষেধাজ্ঞা ভেঙেছেন। এবার ৭৬ বছর বয়সী এক নারীর প্রেমে পড়লেন ১৯ বছর বয়সী এক ইতালিয়ান। উভয়ের মধ্যে বয়সের পার্থক্য কমপক্ষে ৫৭ বছর।
শুধু মনের ভালোবাসা নয়, লাল গোলাপ-আংটি দিয়ে হাঁটু গেড়ে প্রেমিকের কাছে প্রেম নিবেদন করলেন যুবক। প্রেমিকের প্রস্তাব মেনে নিলেন ৭৬ বছর বয়সী প্রেমিকা। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি ২৪মে ভাইরাল হয়েছিল। ইতালির ১৯ বছর বয়সী যুবক গুসেপে ডি'আনা একজন মহিলার প্রেমে পড়েছেন। তবে ডি'আনা তার প্রেমিকার নাম অবশ্য প্রকাশ করেননি। তিনি নতজানু হয়ে একটি লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করলেন। এমনকি তাকে তার প্রেমিকার ঠোঁটে চুমু খেতেও দেখা গেছে।
হীরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি। আর প্রেমিকার এই আচরণে প্রেমিকা মহাখুশি। সে খুশিতে তার যুবক প্রেমিকাকে জড়িয়ে ধরল।
আরও পড়ুন-
বিয়ে করা স্বামী যে একজন নারী তা বোঝা গেল ১০ মাস পরে
এই জুটি যতই প্রেমের জোয়ারে ভাসুক না কেন, নেটিজেনদের একাংশ তাদের উপর ক্ষিপ্ত। নেটিজেনদের প্রশ্ন, 'দিদি, আপনার অ্যাকাউন্টে কত কোটি টাকা? দাদা কত টাকার জন্য দাদির প্রেমে পড়েছিলেন?' কেউ কেউ অবশ্য সেই নেটিজেনদের পাল্টা জবাব দিয়েছেন। তাদের দাবি, যে কেউ প্রেমে পড়তে পারে। এত সমালোচনা কি? কিন্তু কেউ যাই বলুক না কেন, প্রেমের জোয়ারে ভাসমান এই প্রেমিক যুগল বলছেন, 'বয়স তো একটা সংখ্যা মাত্র'।
সূত্র: বৈশাখী নিউ২৪, ডেইলি মেইল, জিও নিউজ
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments