স্ত্রীর উপর রাগ-তাই বলে তালগাছের মাথায় স্বামীর বসবাস || A husband's exceptional behavior.
বিবাহিত জীবনে কখনো ঝগড়া হয়নি এমন দম্পতি খুঁজে পাওয়া কঠিন। তবে দাম্পত্য কলহের পর স্ত্রী বাপের বাড়ি গেলেও পিতৃতান্ত্রিক সমাজে দরিদ্র স্বামীর বাপের বাড়ি যাওয়ার তেমন সুযোগ থাকে না। তাই রাগের মাথায় তাল গাছের মাথায় উঠেছে এক ব্যক্তি। এমনকি একদিন, দুই দিন নয়, এক মাস ধরে ৮০ ফুট উঁচু তালগাছে অবস্থান করছেন তিনি।
It is difficult to find a couple that has never had a fight in their married life. However, even if the wife goes to her father's house after marital discord, in the patriarchal society, the poor husband does not have much opportunity to go to his father's house. So a person has taken the head of the tree in anger. Even for one day, not two days, but for a month, he is staying in an 80 feet high palm tree.
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের মাউয়ের কোপাগঞ্জে এই ঘটনা ঘটেছে।
India Today reported in a report that this incident happened in Kopaganj, Maui, Uttar Pradesh, India.
প্রতিবেদনে বলা হয়েছে, রাম প্রভাস (৪২) প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। দাম্পত্য কলহ চরম আকার ধারণ করলে তিনি একদিন তালগাছের চূড়ায় উঠতে বাধ্য হন। প্রায় এক মাস ধরে সেখানে দিন-রাত কাটাচ্ছেন তিনি। দড়ির সাহায্যে তালগাছের চূড়ায় খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে। তবে গ্রামবাসীরা রাম প্রভাসের ৮০ ফুট লম্বা তাল গাছে বসবাস করায় মোটেও সন্তুষ্ট নন। এ ধরনের কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেন তারা।
According to the report, Ram Prabhas (42) often quarreled with his wife. When the marital discord became extreme, he was forced to sit on the top of a palm tree one day. He has been spending days and nights there for almost a month. Food and water are being delivered to the top of the palm tree with the help of a rope.
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, লোকজন তাদের বাড়িতে কী করছে সেদিকে নজর রাখে। গ্রামের অনেক মহিলা এসে আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তাদের গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে ভিডিওটি নিয়ে চলে যায়।
However, the villagers are not at all satisfied with Ram Prabhas living in a 40 feet tall palm tree. They alleged that such activities are a risk to people's privacy.
In this regard, locals say, he keeps watching what people are doing in their houses. Many village women have come and complained to us that their privacy is being violated. We reported the matter to the police but they came and took the video and left.
সূত্র: ইন্টারনেট
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments