Dear visitor, welcome to my world hot events blog. Hope, see you again- thank you.

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, পর্ব-০১ - World Hot Events.

Header Ads

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, পর্ব-০১

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, পর্ব-০১

 

  সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, পর্ব-০১|

 

১.বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে?

উত্তরঃ 1993 সালে

২. নিউটন কত সালে মারা যান?

উত্তরঃ 1826 সালে

৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর: 1921 সালে

৪. কম্পিউটার কত সালে আবিস্কার হয়?

উত্তরঃ 1942 সালে

 

৫. বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?

উত্তরঃ ১৬ই ডিসেম্বর, ১৯৭১

 

৬. আয়তনে পৃথিবীর দ্বিতীয় মহাদেশ কোনটি?

উত্তরঃ আফ্রিকা

 

৭. ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

উত্তরঃ অ্যান্টার্কটিকা

 

৮. কোন মহাদেশ জনবসতিহীন?

উত্তরঃ অ্যান্টার্কটিকা

 

৯. টেলিফোন কে আবিষ্কার করেছেন?

উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল

 

১০. পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি?

উত্তরঃ অ্যান্টার্কটিকা

১১.কাজী নজরুল কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: 25 মে, 1899

 

১২. ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়?

উত্তরঃ 2004 সালে

 

১৩. রেডিও কে আবিস্কার করেন?

উত্তরঃ মার্কনি

 

১৪. চর্যাপদ কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ 1906 সালে

১৫. তাজমহল কত সালে নির্মিত হয়?

উত্তর: 1853 সালে

 

১৬. তাজমহল কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের আগ্রায়

 

১৭. সূর্যোদয়ের দেশ কোনটি?

উত্তরঃ জাপান

 

১৮. মসজিদের শহর কোনটি?

উত্তরঃ ঢাকা

 

১৯. কোন মুসলিম পদার্থবিদ নোবেল পুরস্কার পান?

উত্তরঃ আব্দুস সালাম

 

২০. কোনটি নিষিদ্ধ শহর?

উত্তরঃ লাসা

 

২১. চীনের দুঃখ কিসের?

উত্তরঃ হুয়াংহে নদী

 

২২. সার্কের প্রথম উদ্যোগ কে নেন?

উত্তরঃ জিয়াউর রহমান

 

২৩. বিশ্বের বৃহত্তম খাল কোনটি?

উত্তরঃ সুয়েজ খাল

 

২৪. সার্কের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ নেপালের কাঠমান্ডুতে

 

২৫. আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ জাবির ইবনে হাইয়ান

 

২৬. OIC-এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ জেদ্দা, সৌদি আরব

 

২৭. কে প্রথম সৌরজগত আবিষ্কার করেন?

উত্তরঃ কোপার্নিকাস

 

২৮. কে প্রথম এভারেস্ট জয় করেন?

উত্তরঃ তেনজিং ও হিলারি

 

২৯. সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?

উত্তর: সোনারগাঁও

 

৩০. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তরঃ নবাব সিরাজ-উদ-দৌলা

 

৩১. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

উত্তরঃ এ এস এম সায়েম

 

৩২. বাংলাদেশের কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়?

উত্তরঃ বরিশাল জেলা

 

৩৩. ইসলামী রেনেসাঁর কবি কে?

উত্তরঃ ফররুখ আহমদ

 

৩৪. 'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ গোলাম মোস্তফা

 

৩৫. "টাইমস" পত্রিকা কোথায় প্রকাশিত হয়?

উত্তরঃ লন্ডন (ইউকে)।

 

৩৬. “বাসস” কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তরঃ বাংলাদেশ

 

৩৭. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ লর্ড ব্যাডেন পাওয়েল

 

৩৮. স্কাউটদের সম্মেলনের নাম কি?

উত্তরঃ জাম্বুরি

 

৩৯. তিতুমীরের আসল নাম কি?

উত্তরঃ সৈয়দ মীর নিসার আলী

 

৪০. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কতটি ভাষায় পারদর্শী ছিলেন?

উত্তর: 18

 

৪১. মহান কবি শেখ সাদী কোন দেশের কবি?

উত্তরঃ ইরান

 

৪২. কোন প্রাণী প্রথম মহাকাশ ভ্রমণ করেছিল?

উত্তরঃ লাইকা নামের একটি কুকুর

 

৪৩. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন?

উত্তরঃ 1956 সালে

 

৪৪. OIC কত সালে গঠিত হয়?

উত্তর: 1989 সালে

 

৪৫. ভারত কে আবিষ্কার করেন?

উত্তরঃ ভাস্কো-দা-গামা।

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.