Dear visitor, welcome to my world hot events blog. Hope, see you again- thank you.

বাংলাদেশ বিষয়াবলী পর্ব-০১ - World Hot Events.

Header Ads

বাংলাদেশ বিষয়াবলী পর্ব-০১

বাংলাদেশ বিষয়াবলী পর্ব-০১

 

বাংলাদেশ বিষয়াবলী পর্ব-০১

আজ আমরা সাম্প্রতিক বাংলাদেশ -এর কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর ফলে, আপনি সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক বাংলাদেশে আরও দক্ষ হয়ে উঠবেন।

 

নিম্নলিখিত প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো:

 

1. ভারতের সেরাম ইনস্টিটিউট দ্বারা উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 ভ্যাকসিন বাংলাদেশে এসেছে কত তারিখে?

উত্তর: 21 জানুয়ারী, 2021

 

2. বাংলাদেশ কখন ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

উত্তর: ফেব্রুয়ারি 9, 2020

 

3. প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস কত তারিখে পালিত হয়?

উত্তর: 1 মার্চ, 2020

 

4. বিশ্ব ইজতেমার ১ম (২০২০) পর্বের শেষ নামাজ কবে?

উত্তর: 12 জানুয়ারী, 2020

5. শেষ কবে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং অধিনায়কত্ব থেকে অবসর নেন?

উত্তর: 7 মার্চ, 2020

 

6.হাইকোর্ট কবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন? উত্তর: 10 মার্চ, 2020

 

7.জয় বাংলাকে জাতীয় স্লোগান বলে রায় দিয়েছে কোন আদালত?

উত্তরঃ হাইকোর্ট

8. বাংলাদেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয় কবে?

উত্তর: 17 মার্চ, 2020

 

9. বিশ্ব ইজতেমার (২০২০)১ম পর্ব কবে শুরু হয়?

উত্তর: 10 জানুয়ারী, 2020

 

10. ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিড-19 ভ্যাকসিনের কত ডোজ বাংলাদেশে পৌঁছায়?

উত্তরঃ ৫০ লাখ

 

11. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020-এ কয়টি বিভাগে পুরস্কৃত করা হয়?

উত্তরঃ দশ

 

12. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 ঘোষণা করা হয়েছে। দশটি বিভাগে পুরস্কারের জন্য কতজন মনোনীত হয়েছেন?

উত্তরঃ দশ জন

 

13. বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রথম টিকা কাকে দেওয়া হয়েছিল ?

উত্তরঃ রুনু ভেরোনিকা কস্তা

 

14. বাংলাদেশে কোভিড-১৯ এর প্রথম টিকা কোথায় দেওয়া হয়?

উত্তরঃ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

 

15. কবে "রুনু ভেরোনিকা কস্তা" কভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছিল? উত্তরঃ ২৬শে জানুয়ারী, ২০২১

 

16. প্রথম দিনে কতজন লোককে টিকা দেওয়া হয়?

উত্তর: 28 জন

17. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় করে?

উত্তরঃ সেরাম ইনস্টিটিউট

 

18. 26 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কে? উত্তরঃ রেজাউল করিম চৌধুরী

 

19. করোনভাইরাস মহামারীর জন্য 2020 সালের HSC পরীক্ষার মূল্যায়নের ফলাফল কখন স্থগিত করা হয়েছিল?

উত্তর: 30 জানুয়ারী, 2021

 

20. আল জাজিরা কত তারিখে বাংলাদেশে দুর্নীতির উপর প্রামাণ্যচিত্র "তারা প্রধানমন্ত্রীর লোক" প্রকাশ করে ?

উত্তর: 1 ফেব্রুয়ারি, 2021

 

21. দেশের 64টি জেলায় টিকাদান কার্যক্রম কবে চালু হয়?

উত্তর: 8 ফেব্রুয়ারি, 2021

 


 

 

22. প্রথম "জাতীয় চা দিবস" কবে পালিত হয়?

উত্তরঃ ৪ জুন

 

23. কোন নদীতে লঞ্চের সাথে একটি কার্গো জাহাজের সংঘর্ষে 35 জন যাত্রী নিহত হয়?

উত্তর: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে

 

24. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কোন পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবিতে 35 জন নিহত?

উত্তর: সাবিত আল হাসান নামে লঞ্চ ডুবিতে।

 

25. কবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সাবিত আল হাসান লঞ্চ ডুবিতে 35 জন যাত্রী মারা যায়?

উত্তর: 4 এপ্রিল, 2021

 

26. ঘূর্ণিঝড় আম্পান কখন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে?

উত্তর: 20 মে, 2020

 

27. রাজধানী ঢাকার শ্যামবাজারে লঞ্চ ডুবিতে অন্তত কতজন নিহত হয়েছেন?

উত্তর: 34 জন

 

28. ঢাকার শ্যামবাজারে কোন নদীতে লঞ্চ ডুবিতে অন্তত 34 জন নিহত হয়েছে?

উত্তরঃ বুড়িগঙ্গা

 

29. ঢাকার শ্যামবাজারে কবে নদীতে লঞ্চ ডুবে কমপক্ষে 34 জন নিহত হয়?

উত্তর: জুন 29, 2020

 

30. গঠিত নতুন তিনটি উপজেলার নাম কি?

উত্তর: মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও এবং সুনামগঞ্জ জেলার মধ্যনগর

31. নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে কতজন মারা গেছে? উত্তর: 51 জন

 

 32. নতুন তিনটি উপজেলা কবে গঠিত হয়?

উত্তর: 26 জুলাই, 2021

 

33. নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় কখন আগুন লাগে? উত্তর: 7 জুলাই, 2021

34. সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে কি রাখা হয়?

উত্তরঃ "শান্তিগঞ্জ উপজেলা"

 

35. সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম কবে পরিবর্তন করে “শান্তিগঞ্জ উপজেলা” করা হয়?

উত্তর: 26 জুলাই, 2021

 

36. বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ভুটানের সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে কত তারিখে?

উত্তর: 6 ডিসেম্বর, 2020

 

36. মসজিদের পাশে তিতাস গ্যাস পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ার ফলে পরিকল্পিত বিস্ফোরণ ও আগুন কোথায় সংঘটিত হয়েছিল?

উত্তর: নারায়ণগঞ্জের ফতুল্লায়

 

36. নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের পাশে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ার ফলে পরিকল্পিত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড কবে ঘটে?

উত্তর: 4 সেপ্টেম্বর, 2020

 

39. দেশের 27তম গ্যাসক্ষেত্র কোথায় পাওয়া যাবে?

উত্তর: সিলেটের জকিগঞ্জে

 

440. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকে সাতটি এমওইউ কবে স্বাক্ষরিত হয়?

উত্তর: 16 ডিসেম্বর, 2020

 

41. পদ্মা সেতুর শেষ ও 41তম স্প্যান কবে সম্পন্ন হয়?

উত্তর: 10 ডিসেম্বর, 2020

42. কত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ কত রানে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা?

উত্তরঃ ৫ রান

 

43. বাংলাদেশে কখন মসলিন একটি ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসাবে স্বীকৃত হয়?

উত্তর: 26 ডিসেম্বর, 2020

 

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.