বিশ্বের ‘পরবর্তী আইনস্টাইন’ এই বিস্ময়কর যুবতী!
বছর
তেইশের সাবরিনা গঞ্জালেস পাস্তার্স্কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্রী।
মেধার নিরিখে তাঁকে ভবিষ্যতের আইনস্টাইন বলে ব্যাখ্যা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
।সাবরিনা একজন কিউবান-আমেরিকান পদার্থবিদ। ১৯৯৩ সালে শিকাগোয় জন্ম আশ্চর্য মেধাবি এই
ছাত্রীর। সাবরিনা ‘স্পিন মেমরি এফেক্ট’ তত্বের ব্যাখ্যা করেন যা মহাকর্ষীয় তরঙ্গের
মোট প্রভাব সনাক্ত বা যাচাই করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বিশ্বের তাবড় বিজ্ঞানীদের তাক লাগিয়ে
মাত্র ১৪ বছর বয়সে সাবরিনা একটি সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট বিমান তৈরি করে ফেলেন। সাবরিনা
এখনও পর্যন্ত সব রকম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম
থেকে
নিজেকে দূরে রেখেছেন। তিনি স্মার্টফোনও ব্যবহার করেন না। যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
থেকে তিনি এখন পিএইচডি করছেন, ২০১০-এ সেই হার্ভার্ড-ই তাঁর স্নাতকোত্তরের আবেদন খারিজ
করে দেয়। হার্ভার্ডে তাঁর বিশেষ গবেষণার জন্য সাবরিনা হের্টজ ফাউন্ডেশনের পক্ষ থেকে
ফেলোশিপ বাবদ ২ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন। সাবরিনাকে চাকরির প্রস্তাব দিয়েছেন
আমাজন এবং ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ বেজোস।
কাজের প্রস্তাব পেয়েছেন নাসা এবং
ব্লু অরিজিন-এর মতো সংস্থার থেকেও।
সম্মানিত পাঠক, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়বস্তু দিয়ে সাজানো আমার নিজের সাইট ও চ্যানেলগুলো একবার ঘুরে আসার আমন্ত্রণ রইলো:
জানতে চাই, জানাতে চাই ; World Hot Events ; Learn and Earn ;
Youtube Educare Channel ; Educare Channel ; Facebook; Twitter
সূত্র: আনন্দবাজার পত্রিকা
No comments