কৃত্রিম চাঁদ বানালো চীন!
বুধবার বেইজিংয়ে
‘চাঁদ’-এ ঢুকে পড়লেন চার চীনা নাগরিক! সামনের দু’মাস ওই ‘চাঁদ’-এই থাকবেন চার জন।
যাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে
চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী। চাঁদে গিয়ে অনেক
দিন অবস্থান করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই
চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছু ক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে
রাজধানী বেইজিংয়ে নকল একটি চাঁদ তৈরি করেছেন তারা।
আসলে এটি এমন একটি
কেবিন যেখানে চাঁদের মতই মধ্যাকর্ষণ শক্তিসহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে। আগামী বছর
ওই কেবিন ‘ইউগং-১’-এই কাটাবেন ৮ চীনা বিজ্ঞানী। তাঁদের মধ্যে রয়েছেন যেমন
মহাকাশচারী, তেমনই রয়েছেন সাধারণ নাগরিকও।
No comments