Dear visitor, welcome to my world hot events blog. Hope, see you again- thank you.

৮ বছরের শিশুর চমকানো পেশিবহুল শরীর: - World Hot Events.

Header Ads

৮ বছরের শিশুর চমকানো পেশিবহুল শরীর:



২০০৪ সালে মাত্র ৮ বছর বয়সেই পেশিবহুল দেহ নির্মাণ করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল রিচার্ড স্যানড্র্যাক নামে এক শিশু। শিশুটির ডাক নাম হয়ে গিয়েছিল ‘ছোট্ট হারকিউলিস’।
২০০৪ সালে তাকে নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘দা ওয়ার্ল্ডস স্ট্রঙ্গেস্ট বয়’ থেকে বিশ্বের মানুষ জানতে পারে তার কথা। প্রায় পাথর কেটে বানানো মূর্তির মতো নিখুঁত পেশিসম্পন্ন তার শরীর দেখে তাক লেগে গিয়েছিল মানুষের।
কিন্তু ১২ বছর কেটে যাওয়ার পরে আজ কী করছে সেই শিশু, কেমনই বা দেখতে হয়েছে? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক, সেই ছোট্ট হারকিউলিসের আশ্চর্য জীবনকাহিনী।
১৯৯২ সালে ইউক্রেনে জন্ম হয় রিচার্ডের। বাবা পাভেল ছিলেন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন, আর মা লেনা অ্যারোবিক্স প্রতিযোগী। ছেলের ভবিষ্যতের কথা ভেবে রিচার্ডের জন্মের কিছুদিনের মধ্যেই তাকে নিয়ে আমেরিকায় চলে আসেন পাভেল-লেনা। নতুন বসতি গড়েন পেনসিলভেনিয়ায়।
রিচার্ডের বয়স যখন দুই বছর তখন থেকেই তাকে ওজন তোলা আর স্ট্রেচিং এক্সারসাইজের ট্রেনিং দেওয়া শুরু করেন পাভেল আর লেনা। প্রথম দিকে আর পাঁচটা বাবা-মার মতোই ছেলেকে রোগ মুক্ত ও স্বাস্থ্যবান করে তোলার ইচ্ছে ছিল পাভেল-লেনার। কিন্তু দেখা যায়, শরীরচর্চায় অদ্ভুত আগ্রহ রয়েছে রিচার্ডের। সেটা লক্ষ্য করে পাভেল আর লেনা তাদের ছেলেকে পুরোদস্তুর ওয়েট ট্রেনিং দেওয়া শুরু করেন।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.