সুন্দরীদের মেলা বসছে ফুটবল বিশ্বকাপে!
এবারের বিশ্বকাপে
ব্রাজিল তাদের বেসক্যাম্প মস্কোয় করেনি। তাদের বেসক্যাম্প সোচিতে। মস্কোতে
বেসক্যাম্প করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, লিওনেল মেসির আর্জেন্টিনা এবং
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই তিন দেশের সমর্থকরাই মস্কোয় বিশ্বকাপের উত্তেজনা
অনেকটাই বাড়িয়ে দিয়েছেন।
এই তিন দেশের
সমর্থকরা উপস্থিত হলেও জার্মানি, আর্জেন্টিনা এবং পর্তুগালের ফুটবল দল এখনও
মস্কোতে পা রাখেনি। মেসি-রোনালদোরা উপস্থিত না হলেও তাঁদের সমর্থকরা কিন্তু
মস্কোয় পা রেখেই বিশ্বযুদ্ধের দামামা কার্যত বাজিয়ে দিলেন।
তবে এর মধ্যে
জার্মানির কোচ জোয়াকিম লো তাঁদের দলের ফুটবলারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
তিনি পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন কোনোরকম মহিলা সঙ্গ নিষিদ্ধ। তবে
পর্তুগাল বা আর্জেন্টিনা শিবির থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসেনি। তবে এসব
নিষেধাজ্ঞা নিয়ে মহিলা সমর্থকদের মধ্যে কোনো মাথাব্যথা নেই।
শোনা যাচ্ছে, এসব
মহিলা সমর্থকদের মধ্যে অনেকেই আবার ফুটবলারদের বান্ধবী। ফলে যতই নিষেধাজ্ঞা থাকুক,
তা তুড়ি মেরে উড়িয়ে দিতে কতক্ষণ। এখন দেখার বিষয়, জার্মানির টিম ম্যানেজমেন্ট
কোচের নিষেধাজ্ঞা কতটা পালন করতে পারে।
এদিকে, বিশ্বকাপের
উদ্বোধনের প্রস্তুতিও চলছে জোর কদমে। রাশিয়ার পুতিন সরকার বিভিন্ন দেশের
রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে উদ্বোধনে উপস্থিত হওয়ার জন্য। তাঁদের মধ্যে
অনেকেই উদ্বোধনে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন। যেমন চিনের
রাষ্ট্রপ্রধান জানিয়ে দিয়েছেন তিনি আসছেন। বিশ্বকাপ উপলক্ষে মস্কোতে প্রচুর
স্যুভেনিয়ার শপ তৈরি হয়েছে। যেখানে বিক্রি চলছে বিশ্বকাপের নানা ধরনের মেমেন্টো।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বেশিরভাগই রাশিয়ায় এসে পৌঁছায়নি।




No comments