ছাগলের পেটে মানুষের বাচ্চা
ছাগলের মালিক কহিনুর বেগম(২৫) বলেন, ১০ অক্টোবর সোমবার দিবাগত রাত ১১টায় আমার ছাগল ৩টি বাচ্চা প্রসব করে। ২টি বাচ্চা ছাগলের আকৃতি হলেও ১টি বাচ্চার মুখমন্ডল ও উপরের অংশ মানব শিশুর আকৃতির।
মানব শিশুর মত ছাগলের
বাচ্চাটির শরীরে কোন লোম ছিলনা। ছাগলের বাচ্চা ২টি মে মে করে শব্দ করলেও মানব
আকৃতির ছাগলের বাচ্চাটি শব্দ ছিল ভিন্ন রকমের। এই ঘটনা জানাজানি হলে চারপাশের কয়েক
গ্রামের শত শত মানুষ বাচ্চাটি দেখতে নুর আলমের বাড়িতে ভিড় জমায়। প্রসবের ৩০ মিনিট
পরে মানব আকৃতি ছাগলের বাচ্চাটি মারা যায়। শত শত মানুষ দেখতে আসছে বলে আমরা ১১
অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় পরে মরা বাচ্চাটি বাড়ির পাশে মাটিতে পুতে ফেলা হয়।




No comments