জীবনধারা বদলে দেয়া ম্যান্ডেলার ১০ উক্তি
ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট (১৯৯৪-১৯৯৯)। বর্ণবাদবিরোধী এই নেতা জীবনের ২৭টি বছরই কাটিছেন কারাগরে। ১৯১৮ সালের আজকের এই দিনে (১৮ জুলাই) তিনি জন্মগ্রহণ করেন।
আকর্ষণীয়
ব্যক্তিত্ব, প্রখর রসবোধ, তিক্ততা ভুলে বৈরি প্রতিপক্ষের দিকে বন্ধুত্বের হাত
বাড়িয়ে দেয়ার মতো উদারতা এবং তাঁর বর্ণাঢ্য ও নাটকীয় জীবন কাহিনী—এসব মিলিয়ে
নেলসন ম্যান্ডেলা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। নেলসন ম্যান্ডেলার সেরা ১০ টি উক্তি—
শিক্ষা সম্পর্কে শিক্ষা হচ্ছে এমন এক
শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পুরো বিশ্বকে বদলে দিতে পারো।
নেতৃত্ব সম্পর্কে বিজয় উদযাপনকালে ও
সুসময়ে পেছন থেকে নেতৃত্ব দেওয়া ভালো, অন্যদের ভাবতে দিতে হবে যে তারাই সামনে আছে।
তুমি তখনই সামনে আসতে পারো যখন সম্মুখে বিপদ; তাহলেই জনগণ তোমার নেতৃত্বকে
মূল্যায়ণ করবে।
ক্ষমা সম্পর্কে শান্তির খাতিরে
কাউকে ক্ষমা করে দিতে কখনোই ভয় পায় না সাহসী ব্যক্তিরা।
যোগাযোগ সম্পর্কে তুমি যদি সাধারণ
ভাষায় মানুষের সাথে কথা বলো, তাহলে সে বুঝবে; কথা মাথায় ঢুকবে। আর তুমি যদি তাঁর
ভাষায় কথা বলো তাহলে সেটা তাঁর হৃদয়ে গেঁথে যাবে।
বর্ণবাদ সম্পর্কে আমি বর্ণবাদকে ঘৃণা
করি, কারণ এটাকে আমি বর্বর জিনিস হিসেবে বিবেচনা করি। বর্ণবাদ- সে কালো বা
সাদা যার কাছ থেকেই আসুক না কেন।
অর্জন সম্পর্কে পৃথিবীতে প্রতিশোধ
গ্রহণের মাধ্যমে তুমি যতটা অর্জন করতে পারবে, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে
ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।
ক্ষতি সম্পর্কে কোনো মানুষ বা প্রতিষ্ঠান আমার
মর্যাদা হরণ করতে চাইলে পরাজয় তারই হবে।
আশাবাদ সম্পর্কে যেখানে একসময় থাকে
বেদনার বসবাস, খেলাধুলা সেখানে করতে পারে আশাবাদের চাষ।
মানবিকতা সম্পর্কে মানুষের মৌলিক
অধিকার অস্বীকার করা তার মানবিকতাকে চ্যালেঞ্জ করার শামিল।
আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন,
প্লিজ।
No comments