কে মারা যাবে আগাম বুঝতে পারেন তরুণী!
মৃত্যু এমন এক বিষয়,
যার হাত থেকে পলায়ন করার সাধ্য কারো নেই। কখন যে দেহ থেকে প্রাণটা চলে যাবে এটা
একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আর তাই মৃত্যু এত রহস্যময়। কিন্তু এক ২৪ বছরের যুবতীর
জীবনে সেই মৃত্যুই এসেছে অন্য এক আশ্চর্য রহস্য নিয়ে।
অস্ট্রেলিয়াবাসী আরি
কালার দাবি, তিনি মৃত্যুর গন্ধ পান! সব সময়ে নয়, কোনও কোনও বিশেষ মুহূর্তে। আর
তখনই তিনি বুঝতে পারেন, কাছের কোনও ব্যক্তির মৃত্যু আসন্ন।
এই মনোবিদ জানান,
বারো বছর বয়সে প্রথম নিজের ভিতরে থাকা অতীন্দ্রিয় এই শক্তির সন্ধান পান তিনি। এক
আত্মীয়ের মৃত্যুশয্যায় তিনি আচমকাই আশ্চর্য এক গন্ধ পান। কিন্তু বালিকা আরি লক্ষ
করেন, আর কেউ ওই গন্ধ পাচ্ছে না। কিছু দিন পরেই ওই আত্মীয় মারা যান।
আরি লক্ষ করেন, কোনও
বিশেষ ব্যক্তির কাছে গেলে তিনি ওই গন্ধ পাচ্ছেন। এবং সেই ব্যক্তি কয়েকদিনের মধ্যেই
মারা যাচ্ছেন! নিজের এই ষষ্ঠেন্দ্রিয়র অলৌকিক ক্ষমতা তখনই বুঝতে পেরে যান আরি।
এরপর এক দশকেরও বেশি
সময় কেটে গিয়েছে। এই আশ্চর্য ক্ষমতায় বহু মৃত্যুকে সম্যক অনুধাবন করেছেন আরি।
মৃ্ত্যুর আগাম সন্ধান
পাওয়ার আশ্চর্য ক্ষমতা নিয়ে বহু ছবি বা সাহিত্যকর্ম হয়েছে। কিন্তু আরি কোনও সিনেমা
বা উপন্যাসের চরিত্র নন।তার দাবি, তার এই অভিজ্ঞতা একেবারেই বাস্তব। আর সেই
অভিজ্ঞতা নিয়েই সুন্দরী এক যুবতী হয়েও তিনি যেন বাস করেন এক রহস্যের অন্তরমহলে।
নিজের অসহায়তাও খুব
ভাল করে জানেন আরি। তিনি জেনে গিয়েছেন, মৃত্যুর আগাম আভাস পেলেও তাকে আটকানোর কোনও
ক্ষমতা তার নেই। মনোবিদের কাজ করার আগে একটি সংস্থায় সেক্রেটারির কাজ করতেন তিনি।
কিন্তু অচিরেই বুঝতে পারেন এই কাজ তার জন্য নয়। তারপরই তিনি পেশা পরিবর্তন করেন।
No comments