শিশুসন্তান আইসিইউ’তে, বিল মেটাতে রাস্তায় রাস্তায় বুকের দুধ বিক্রি মায়ের:
সদ্যজাত জমজ সন্তানের
এক কন্যাসন্তান হাসপাতালের আইসিইউতে। হাসপাতালে বাকি লাখ ইউয়ান। বিল মেটাতে বাধ্য
হয়ে রাস্তায় রাস্তায় নিজের বুকের দুধ বিক্রি করছেন তরুণী মা। সম্প্রতি চীনের
গুয়াংডং প্রদেশের প্রধান শহর শেনজেনে এ ঘটনা ঘটেছে। মিয়াওপাই ভিডিও ওয়েবসাইটে
পোস্ট করা হয় ভিডিওটি। চীনের সামজিক যোগাযোগ মাধ্যম সিনা ওয়েইবো’তে শেয়ারের পর এরই
মধ্যে ভিডিওটি প্রায় ২৫ লাখ ভিউ হয়েছে। এবং এটির নিচে ৫ হাজারের বেশি কমেন্ট
পড়েছে।
শেনজেনের
কেন্দ্রস্থলে অবস্থিত একটি শিশুপার্কের ভিডিওটি চিত্রায়িত হয়েছে। এতে ওই তরুণী
মা ও তার স্বামী বলেন, তার নবজাতক জমজ সন্তানের একজন শেনজেনের বাওন জেলা পিপলস
হসপিটালের আইসিইউতে রয়েছে। তার চিকিৎসা খরচের জন্য দ্রুত অর্থ জোগাড় করতে তিনি
বুকের দুধ বিক্রি করছেন।
No comments