মানুষের মারা যাওয়ার
আগে করা শেষ ইচ্ছা পূরণ করতে যথাসম্ভব সবকিছুই করে তার স্বজনরা। তবে শেষ ইচ্ছা
পূরণ করতে গাড়িসহ কবর দেয়ার ঘটনা বিরল। গত সোমবার চীনের উত্তরাঞ্চলের একটি গ্রামে
এমন ঘটনাই ঘটেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
চীনের হেবেই প্রদেশের
কিউ উপাধি পাওয়া ওই ব্যক্তি খুবই গাড়িভক্ত ছিলেন। তার গাড়িপ্রীতির কথা সবাই জানতো।
এমনকি নিজের সেডান গাড়িটিকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো কিউ। মৃত্যুর আগে তিনি তার
গাড়িসহ দাফর করার ইচ্ছা পোষণ করেন এবং এ বিষয়ে উইল করে যান। যার পরিপ্রেক্ষিতে
গাড়িসহ তাকে কবর দেয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী ও কিউয়ের একই গ্রামের এক বাসিন্দা
জানান, এটা কিউ এর উইল করা ছিল। তিনি বলেছিলেন যে তার সঙ্গে যেন কফিন হিসেবে
গাড়িটি দেয়া হয়। তিনি যুবক বয়স থেকেই গাড়ির খুব ভক্ত ছিলেন বলেও জানান ওই ব্যক্তি।
No comments